বাংলাদেশ বিমানবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫


বাংলাদেশ বিমানবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫


বাংলাদেশ বিমানবাহিনী সম্প্রতি ৯২ বিএএফএ কোর্সে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২৪ সালের ১ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ২০২৫ সালের ৫ এপ্রিল পর্যন্ত চলবে। এই পদের জন্য নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠান: বাংলাদেশ বিমানবাহিনী

পদ: অফিসার ক্যাডেট (৯২ বিএএফএ কোর্স)

চাকরির ধরন: সরকারি চাকরি

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১১ অক্টোবর ২০২৪

আবেদন শুরু: ১ নভেম্বর ২০২৪

আবেদনের শেষ তারিখ: ৫ এপ্রিল ২০২৫

আবেদন মাধ্যম: অনলাইন



শাখাসমূহ

১. জিডি (পি) ২. লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজি ৩. অ্যাডমিন ৪. ফিন্যান্স

যোগ্যতা

জিডি (পি) শাখা: এসএসসি ও এইচএসসি (বিজ্ঞান) উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০; পদার্থ ও গণিতে লেটার গ্রেড এ।

লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজি শাখা: বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০; পদার্থ ও গণিতে লেটার গ্রেড এ।

অ্যাডমিন শাখা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০।

ফিন্যান্স শাখা: ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০ এবং হিসাব বিজ্ঞানে লেটার গ্রেড এ।


শারীরিক যোগ্যতা

পুরুষের উচ্চতা: ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি।

নারীর উচ্চতা: জিডি (পি) শাখার জন্য ৬৪ ইঞ্চি, অন্যান্য শাখার জন্য ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি।

ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী।

দৃষ্টিশক্তি: শাখা অনুযায়ী বিভিন্ন (জিডি (পি) শাখার জন্য ৬/৬)।


বয়সসীমা

২০২৫ সালের ২৩ জুন তারিখে বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।


প্রশিক্ষণ ও কমিশন

বিমানবাহিনী একাডেমিতে তিন বছর এবং বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহের প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে কমিশন প্রদান করা হবে। প্রশিক্ষণকালীন মাসিক বেতন ১০,৫০০ টাকা এবং কমিশনের পর পদ অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে।



            আবেদনের শেষ সময়: ৫ এপ্রিল ২০২৫






Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!